Lyrics of Tahsan – Album: নেই [2007]

 All songs are Composed and Arranged by Tahsan

Recorded and Mixed by Zooel at Studio Auchin

Keyboards & Guitars: Tahsan

Flute: Jalal

Bass: Sohel

Violin: Selim

Studio Crew: Tuhin, Shamim, Mithun

Photography: Foring

Design: PlanB

Lyrics

নেই -তাহসান & মিথিলা;

বন্ধন -শান্তা;

পরিমিতি- আর্থিক সজীব;

ভুলতে পারবেনা- তাহসান;

বাংলাদেশ-  শাহান কবন্ধ;

পাথরের গল্পকার-  তাহসান;

জীবীকার খোঁজে-  তাহসান;

ঝুমদুপুরে-  মিথিলা;

আত্মহনন-  তাহসান;

মুঠো- শামীম/ তারেক;

সাম্প্রদায়িক- রতন চাকমা

নেই  Nei, Lyrics of Tahsan – ♫♫Album:নেই [Track-1]

এইতো সেদিন কল্পনাতে ছিলে তুমি

অলস অধর চুমি

আঁচলে ঢাকা মুখটা মোমের মত

হাতে রাঙা মেহেদী

দমকা হাওয়াতে উড়ে গেল ঐ আঁচল

সত্য অসত্যের মাঝে যা ছিল অগোচর

নেই কোন কল্পনা আজ তোমায় নিয়ে

নেই কোন প্রার্থনা আজ তোমায় চেয়ে

নেই কোন কামনা তোমায় সাজিয়ে

নেই কোন প্রেরণা তুমি কোথায় হারিয়ে

এইতো সেদিন রৌদ্রজ্বলা দুপুরে গোপন অভিসারে

স্পর্শ তোমার বৃষ্টি হয়ে ছুঁয়ে যেত

সময় চলত সুরে সুরে

হঠাৎ ঝড় এসে বদলে দিল সময়

নির্বাক বিস্ময়ে তুমি জানালে চিরবিদায়

নেই কোন কল্পনা আজ তোমায় নিয়ে

নেই কোন প্রার্থনা আজ তোমায় চেয়ে

নেই কোন কামনা তোমায় সাজিয়ে

নেই কোন প্রেরণা তুমি কোথায় হারিয়ে

[ – তাহসান & মিথিলা ]

বন্ধন Bondhon, Lyrics of Tahsan – ♫♫Album: নেই [Track-2]

 

বন্ধন সেতো হয়না পুরনো

সম্পর্কগুলোর বয়স হয়না কোন ।

চাওয়া- পাওয়াগুলো যায় না হারিয়ে

অনুভূতি সেতো যায় না হারিয়ে ।

এক পা দুই পা করে পথ চলা

নন্দিত পৃথিবীর পথ ধরে ।।

কিছু কিছু প্রিয় মুখ, কিছু হাসি নিয়ে

আরো একটু বেশী চেয়েছি বেঁচে থাকতে ।

কিছু কিছু অবয়ব মায়া খুঁজে নিতে

মুহূর্তগুলো চোখ মেলে থাকে;

চেনা কণ্ঠের সেই চেনা ডাকে

সবটুকু চেতনা কান পেতে থাকে;

প্রতি মুহূর্তে তাই আজ স্বপ্ন সাজাই

ভালোবাসার স্পর্শ খুঁজে যাই ।।

অদৃশ্য সূতোয় বাধা পড়ে

প্রতিমুহূর্তে তাই স্বপ্ন সাজাই

আর ভালবাসার সংজ্ঞা খুঁজে যাই ।

[ -শান্তা ]

পরিমিতি Porinoti, Lyrics of Tahsan – ♫♫Album: নেই [Track-3]

 

আমি অর্ধের চেয়ে বেশী, ভাঙ্গার চেয়ে ভালো

ছিন্নের তরে অন্ধের কালো

আমি শূন্য দিয়ে পূর্ণ হয়েছি

চূর্ণ হয়েও ধন্য রয়েছি

পণ্য অতি নগন্য, আমার তুল্য মূল্য স্বল্প

আমি মৃত তটিনীর ডাঙা ভাঙা কূল

বন্যতরুর ঘৃণ্য ছেঁড়া ফুল

আমি বাঁকা চোখের রুক্ষ আঁকা হাসি

দূর হতে কেউ আর বলোনা ভালোবাসি

আমি অল্প স্বল্প গল্প কথক

যুদ্ধে জিতেও আমি হারা অশোক

তীর হলেও নিশানা ব্যর্থ

বোকা আমি এটাই ধুর্ত ।

[ – আর্থিক সজীব ]

ভুলতে পারবেনা Vulte Parbena, Lyrics of Tahsan – ♫♫Album: নেই [Track-4]

 

পায়ে পায়ে পথচলা

কুয়াশায় ঢাকা এ শহরে

খয়েরী চাদরে জড়ানো আমি

আর জড়ানো শীতের আদরে

পায়ে পায়ে পথ চলা

মেঘে ঢাকা ভোরের আলোতে

যতদূর চোখ যায় নেই যে কেউ আর

আমি একা ভোরের আলোতে ।

যতদূরে চোখ যায় নেই যে কেউ আর

আমি একা ভোরের আলোতে

শুঁকিয়ে যাওয়া পাতাগুলো এ পায়ের চিহ্ন রেখে দেয়

তবে বেঁচে থাকা মানুষগুলো কেন হৃদয়ের চিহ্ন মুছে দেয়?

ভুলতে তুমি পারবে না আমার এ গান

ভুলতে তুমি পারবে না এই ভোরের অভিমান

ভুলতে তুমি পারবে না সেই নিঃশর্ত উপহার

ভুলতে পারবে না, ভুলতে তুমি পারবে না …

লিখে যাই আজও তোমায় নিয়ে

শব্দ, গল্প, আর কবিতা।

তাকিয়ে থাকি আজও খয়েরী দেয়ালে

টাঙান যে তোমার ছবিটা।

শর্ত ছিল না ; শর্ত আজও নেই, নিঃশর্ত এই প্রেমে

অলিখিত আজও চাওয়া আমার ভুলবে না তুমি আমাকে ।।

[ – তাহসান ]

বাংলাদেশ Bangladesh, Lyrics of Tahsan – Album: নেই [Track-5]

 

উপমার আড়ালে লুকিয়ে থাক অভিমান

বাংলা আমার লাখো ত্যাগের অভিধান

বায়ান্ন আমার দখিন বাহু তর্জনী শ্লোগান

একাত্তর আমার শৌধচূড়া আগমনী গান

আছে স্মৃতির বেদীতে রক্ত জমাট বাঁধা

ভেজা মাটির গন্ধই আমার মা

বাংলা আমার শত জনমের প্রার্থনা।

পলাশীর গোধূলীতে হারিয়ে যাওয়া রোদ

ভোরের ঐ সূর্যে মোরা আলো দেখেছি

নিঃশ্বাসে স্বাধীনতার স্বাদ, রক্তকোষে মিছিল

তাই আজও মোরা লড়ে চলেছি গড়ব অনাবিল

ঐ চোখে আজ আলোকিত থাক আমার মানচিত্র

চমকানো আলপনা শত’ জনমের প্রার্থনা ।

[ – শাহান কবন্ধ ]

পাথরের গল্পকার  Pathorer Golpokar, Lyrics of Tahsan – ♫♫Album: নেই [Track-6]

গায়েন আমি নই, নই আধ্যাত্মের বাউল

অতি সাধারণ একটু যশের আবরণ

পাথর ভেঙ্গে আমি সুর খুঁজে যাই

প্রেম আর ক্রোধের গল্প বলে যাই

এইতো জীবন আমার ছোট্ট জীবন

এতটুকুই সৃষ্টির আলোড়ন

স্বপ্ন দেখেছি আমি বিশাল হবো

দেশ আর দশের অলঙ্কার হবো

তুচ্ছ আমি তাই স্বপ্ন দেখে যাই

পাথর ভেঙ্গে কি বিশাল হওয়া যায় ?

পাথর ভেঙ্গে আমি সুর খুঁজে যাই

প্রেম আর ক্রোধের গল্প বলে যাই

ধন্যবাদ তোমায় সুরের বন্ধু ভেবেছ

তুচ্ছ এ মানবে কিছু খুঁজে পেয়েছ

গায়েন আমি নই, নই আধ্যাত্মের বাউল

অতি সাধারণ একটু যশের আবরণ

সত্যের ধারক নই তবু মিথ্যা বলিনা

জ্ঞানের পীপাসু জীবনের মানে জানিনা

পাথর ভেঙ্গে আমি সুর খুঁজে যাই

প্রেম আর ক্রোধের গল্প বলে যাই

পাথর ভেঙ্গে আমি সুর খুঁজে যাই

গানে গানে ভালোবেসে যাই ।।

[- তাহসান ]

জীবিকার খোঁজে  Jibikar Khuje, Lyrics of Tahsan – ♫♫Album: নেই  [Track- 7]

কেউ কি আছো আমায় মানুষ বল

হয়তবা কেউ আমায় বস্তু ভাবো

এই যে আমি, দেখো, পথের ধারে

হাতে দুটো ফুল নিয়ে তোমার দ্বারে

দেখো…

নিষ্ঠুর এ পৃথিবী, বন্ধুর এ পথে

একা আমায় দেখো

জীবন যুদ্ধে জানি আমি লড়তে হবে

তবুও লাগে ভয়

জীবনের অর্থ বুঝার আগেই আমি

জীবিকার খোঁজে

দেখো…

একবার মুখতুলে দেখো আমাকে

করুণা চাইছি না, চাইছি দাঁড়াতে দু’টো পায়ে

ছেঁড়া চাদরে আমার এক জন্ম ছিল

ক্ষুধা নিয়ে ঘুম প্রতিরাত লেখা ছিল

এইযে আমি দেখো ঘুমিয়ে পথের ধারে

হারিয়ে গেছে আমার সেই ছেঁড়া চাদর!

[ – তাহসান ]

ঝুমদুপুরে  Jhumdupure, Lyrics of Tahsan – ♫♫Album:নেই [Track-8]

ঝুমদুপুরে ঘুম-খোয়ারে

চুপকথারা আয় জোয়ারে

ফিসফিসিয়ে বলতে দেখি

খুঁজবো তারে কোন পাথারে

খুঁজবো নাকি ফেলবো তারে

হারাই যারে বারেবারে

বন-পাহাড়ে, সাত-সাগরে

খুঁজবো আমি আবার ডুবসাঁতারে

রূপকথারা রাতদুপুরে এমনি করে সুধায় মোরে

শুকতারাটা বলতো দেখি

সুখপাখিটা তুই নাকিরে ?

[ – মিথিলা ]

আত্মহনন  Attohonon, Lyrics of Tahsan – ♫♫Album: নেই [Track-9]

চলে গেছো তুমি দৃষ্টির অগোচরে

প্রতিবাদ করিনি একবারও

অস্পৃশ্য তুমি অন্য জগতে

কষ্টের খোরাক মাত্র

অস্ফুট এই কষ্ট লুকিয়ে

আলতো করে আমি ডাকছি

জানি আসবেনা তবু যেন আজও

তোমার প্রেমে আমি মত্ত

ভুল ছিল না তোমার জানি

বন্ধ বইয়ে তুমি বন্দী জানি

স্বপ্ন মোদের বাস্তবতার

কাছে এসে হেরে গেল

শান্ত মনে ভ্রান্ত হব প্রেমিক আমি

শেষ একটা বারের মত

ছুটন্ত আমি পথপ্রান্ত অনন্তদিনে

প্রেমেই আমার সমাধি

তোমার সাথে এবন্ধন আমার জন্মান্তরের

আসছি আমি…

একটু একটু করে আসছি আমি

আসছি আমি তোমার কাছে

আজ মনে পরে সেই প্রথম চিঠি

আরো মনে পড়ে সেই প্রথম গোলাপ

আজ মনে পরে সেই বৃষ্টিভেজা রাত

আরও মনে পরে সেই সমুদ্রে সুপ্রভাত

আসছি আমি…

একটু একটু করে আসছি আমি

আসছি আমি তোমার কাছে

তোমার কাছে আসছি আমি আর একটু পরে

[ – তাহসান ]

মুঠো Muthu, Lyrics of Tahsan – ♫♫Album:নেই [Track-10]

মুঠোয় যদি সুখ পেতাম

মুঠোতে থাকতো দুঃখ

তোমার মুঠোতে স্বর্গবিলাস

আমার তালুটা রুক্ষ

মুঠো মুঠো সব সঞ্চয়ী প্রাণ

মুঠোতে আঁকড়ে দিন

মুঠো হারানোর স্বপ্ন যখন

অন্যের মুঠোতে রঙিন

মুঠোতে রয় ক্ষমতা আর মুঠোতে রয় আস্থা

মুঠোর বুকের ফিনকি দিয়ে আঁকড়ে ধরবার প্রবণতা

মুঠো পারে সব করতে জয়

মুঠো কেড়ে নেয় সকল বিজয়

মুঠোতে মুঠোতে হানাহানি আবার মুঠোতেই রয় বিস্ময়

কিছু কিছু মুঠোতে কালো কালো অর্থ

কিছু কিছু মুঠোতে নেই কোন অন্ন

কিছু কিছু মুঠোতে শূন্য … সবই শূন্য

মুঠোতেই বিভেদ

মুঠোতেই পাপ পুণ্য

[ – শামীম/ তারেক ]

সাম্প্রদায়িক Samprodayik, Lyrics of Tahsan – ♫♫Album: নেই  [Track-11]

 

জীবনের বাস্তবতায় অযাচিত পরনিন্দা

বড় কঠিন সত্য

যাপিত জীবনে ক্লান্ত মানুষগুলো বিনোদনে মত্ত

রাজ্যের যত ক্ষোভ প্রজ্বলিত করুক সব সৃষ্টিকে

সৃষ্টি ছড়িয়ে দিক সীমাহীন স্বপ্নে

স্বপ্নময়তায় ডুবে থাকুক প্রতিটা মানুষ

জাগতিক তুচ্ছতারা পড়ে থাকুক অবহেলায় ।

[ – রতন চাকমা ]