Lyrics of Tahsan – Album: কথোপকথন [2004]

♫ কিছু শিহরণ  Kichu Shihoron, Lyrics of Tahsan – [Track-1] Album:কথোপকথন

গান গেয়ে আমি কি দিতে পারি ?

এই সুরের মূর্ছনার আসলে কি অর্থ আছে ?

পারে না নেভাতে দারিদ্র এই গান ।

পারেনা থামাতে যুদ্ধ এই গান ।

তবে আর কেন আমি করি গান ?

দেখাতে স্বপ্ন এক সুন্দর পৃথিবীর ।

আমরা স্বপ্নের জগতের কিছু মানুষ,

কল্পনায় প্রতিদিন সুন্দর পৃথিবী গড়ি ।

পারিনা আমরা থামাতে যুদ্ধ ।

পারিনা আমরা  নেভাতে দারিদ্র ।

তবে আর কেন আমরা করি গান ?

দেখাতে স্বপ্ন এক সুন্দর পৃথিবীর ।

জাগাতে পারি মনের কোনে আশা

জ্বালাতে পারি অপূর্ব ভালোবাসা

আর পারি মুছে দিতে কষ্ট

দেহের গভীরে কিছু শিহরণ।।

Credits:

Voice: Tahsan

Words: Tahsan

Guitars: Ershad

Mixing Magic: Duray

Recording Tricks: Duray

Labor Room: Sound Garden

♫ ঈর্ষা  Irsha, Lyrics of Tahsan – [Track-2] Album: কথোপকথন

দূরে তুমি দাঁড়িয়ে

সাগরের জ্বলে পা ভিজিয়ে

কাছে যেতে পারিনা

বলতে আজ পারিনা

তুমি আমার এখনো

সামনে তুমি দাঁড়িয়ে

কারো হাত জড়িয়ে

হাতটা ধরতে পারিনা

কাছে টানতে পারিনা

তোমার হাতে আজ অন্য কেউ

সাগরের পাড়ে হাত ধরে

দেখছ সূর্যডোবা, আমি নেই

এখনো বৃষ্টি পড়ে তোমার মাঝে

সে বৃষ্টির ফোঁটা আমি নই

জানালার পাশে দাড়িয়ে তাকিয়ে আকাশে

সেখানে চাঁদটা নেই

এখনো বৃষ্টি পড়ে

বৃষ্টিতে ভেঁজা আমার পাশে তুমি নেই

সেই তুমি আজ আমার কাছে

আমার স্মৃতি ফিরিয়ে দিতে

আমি আজ কাঁদব না…

হয়তো দু‘এক ফোঁটা

তবু বলবোনা ভালোবাসি

কোন এক ছোট্ট মিথ্যা

মুছে দিয়েছে সব আমার

আমার দেওয়া ঘড়ির

সময়গুলো মোছেনি

তুমি রক্তাক্ত, আমি অপরাধী

আমার চোখের দিকে তাকিয়ে দেখো কাঁদছি আমি অসহায়

তোমায় হারিয়ে জীবনটা আমার কষ্টের গানে ডুবে হায়

জানি ফিরিয়ে নেবার কোন কারণ নেই তোমার এই জীবনে

তবুও এখনো তুমি সত্য এখনো আমার জীবনে

Credits:

Voice: Tahsan

Words: Tahsan

Guitars: Jahan

Mixing Magic: Duray

Recording Tricks: Duray

Labor Room: Sound Garden

♫ চতুর্থ মাত্রা  Choturtho Matra, Lyrics of Tahsan – [Track-3] Album: কথোপকথন

আজ ঘুম থেকে উঠে দেখি

পৃথিবীর অপর পাশে,

অন্য কোন দেশে আমার ঘর

আমি অন্য কেউ, অন্য কোথাও

ভুলে যাব আমি আমাকে নতুন এক জীবনে

আবার ফিরে সাজাবো আমায়

ভুলগুলোকে মুছে আবার

সেই নতুন দেশে

নতুন কোন বেশে আমার ঘর

যে ভবে অলস হৃদয় জানেনা কাঁদতে

আর কাঁদাতে পারে না কাউকে

কোন স্বপ্ন সাজাব না , কারো স্বপ্নে জড়াব না

নিরবতার আবরণ … আমার আকাঙ্ক্ষাহীন জীবন ।।

Credits:

Voice: Tahsan

Words: Tahsan

Guitars: Jahan

Mixing Magic: Duray

Recording Tricks: Duray

Labor Room:  Sound Garden

♫ উৎস  Utsho, Lyrics of Tahsan – [Track-4] Album: কথোপকথন

শূন্য শীতল নিস্তব্ধ পৃথিবীতে একটি সূক্ষ্ম উষ্ণতা

বায়ুর সমতা দুলিয়ে ভেসে আসে এক প্রশান্তি

অনুভূতির চুড়ান্তে শিহরণ জাগানো এক সুস্বর ধ্বনি

কখনো বুঝতে পারবোনা, কখনও প্রকাশ হবে না

জানবো না সুরের উপলব্ধি, দিতে পারবোনা দৃঢ় প্রেরণা

Credits:

Vocals: Tahsan & Jon

Words: Batul

Guitars: Jahan

Mixing Magic: Masud

Recording Tricks: Masud & Nixon

Labor Room: Art of Noise

♫ শপথ Shopoth, Lyrics of Tahsan – [Track-5] Album: কথোপকথন

যদি তুমি মনে করে থাকো ভুলে গেছি আমি

কত রক্ত পেড়িয়ে তোমায় পেয়েছি

শত চেষ্টার পরও ওরা পারেনি

তোমাকে কেড়ে নিতে ।

তোমার কাছে আমি চিরঋণী

তাই আমি…

তোমায় উড়াব বিস্ময়ে

ছড়িয়ে দেব তোমার গর্বিত কথা

তুলে ধরবো ঐ পতাকা

গাইব সোনার বাংলা

গর্বিত এই প্রেম…

আমার দেশপ্রেম

না বুঝে যে কত বিচার করেছি, কাঠগড়ায় তুমি

বুঝতে পারিনি আমিও আছি যেখানে তুমি

না পাওয়া যত প্রবল ইচ্ছা ছিল তোমার কাছে

যেন আমার ব্যর্থতা তোমায় ফিরিয়ে দিতে

আজ আমার এই শপথ…

তোমায় উড়াব রঙে…

তোমার রঙে !!

Credits:

Voice: Tahsan

Words: Tahsan

Guitars: Jahan

Mixing Magic: Masud

Recording Tricks: Masud & Nixon

Labor Room: Art of Noise

♫ অপেক্ষার উপেক্ষা Opekkhar Upekkha, Lyrics of Tahsan – [Track-6] Album-কথোপকথন

সে আর এক জীবনে তোমায় নিয়ে কত প্রশ্ন ছিল

যা জানবার ছিলো তার এক উত্তর জেনে তোমায় পূজেছিলাম

আজ আমি তোমায় ছাড়া নিঃস্ব সব নিয়ে

যা চেয়েছিলাম সব দিয়েছো, নেই তুমি আজ আমাতে

তাই ফিরে চাই আমি তোমাকে

আপন করে নাও তুমি আবার আমাকে

আজ অপেক্ষার শেষ দিনের তোমায় দেখবো বলে

অন্ধ আমি আর থাকবো না বিশ্বাসী তোমায় বুঝে

প্রার্থনা, তুমি আমার আজও বুঝলে না

আর্তনাদ, আজও আমার তোমায় পাবার

তাই ফিরে এলাম আমি তোমার কাছে

আজ এক করে আমায় তোমাতে ।

Credits:

Voice: Tahsan

Words: Tahsan

Guitars: Jahan

Mixing Magic: Masud

Recording Tricks: Masud & Nixon

Labor Room: Art of Noise

♫ Showers of Happiness, Lyrics of Tahsan – [Track-7] Instrumental

Instrumental

Credits:

Piano: Tahsan

Labor Room: Sound Garden

Recording Tricks: Duray

Mixing Magic: Duray

♫ ক্ষমা Khoma, Lyrics of Tahsan – [Track-8] Album: কথোপকথন

দেয়ালে টাঙ্গানো ছবিগুলো ফেলে আসা সময়ের কথা বলে

আজ বিদায়ের সময়ে কথা বলে উঠে ছবিগুলো

আজ শেষ সময়ে মনে করিয়ে দেয় হাসি-কান্নাগুলো

আজ বিদায় বেলায়…

দেখতে দেখতে কেটে গেল কতগুলো বছর আমার

এই বিদায় বেলায় হিসেব নিকেশের পালা…

কতগুলো মানুষের মুখের হাসি আমার জীবনের পাওয়া

কতগুলো মানুষের কষ্ট আমার অপরাধ

আজ নতজানু আমি ক্ষমা চাই তোমাদের কাছে করজোরে

আজ বিদায়ের সময়ে আমায় ক্ষমা কর

আজ শেষ সময়… !

Credits:

Voice: Tahsan

Words: Tahsan

Bass: Jon

Guitar & Sitar: Jahan

Mixing Magic: Masud

Recording Tricks: Masud & Nixon

Labor Room: Art of Noise

♫ নির্বোধের বিচার Nirbudher Bichar, Lyrics of Tahsan – [Track-9] Album-কথোপকথন

কে দিয়েছে তোমায় অধিকার

আমায় নিয়ে অলস কাব্য লেখার ?

আমার চলন যদি বাঁকা হয়

আমিই তো সুখী তবে তোমার কি ?

তোমার বক্র কটাক্ষ থেকে

আমায় মুক্ত করে দাও

আমি চাই না হতে বন্দী নির্বোধের বিচারে

বৃথা সময় হারিও না আমায় তোমার মতন করে সাজাতে

আমি চাইনা হতে বন্দী নির্বোধের বিচারে

আমি হতে চাই আমার মতন

একবার তাকাও নিজের ভেতরে

যখন তখন যে রঙে

যেথায় সেথায় আমি নৃত্যে মাতি

তা তোমার চোখে যদি সুশ্রী না হয়

তুমিই বরং শিখিয়ে দাও

কি অধিকার আছে তোমার ?

কোন জ্ঞানে তুমি মহীয়ান ?

আমি চাই না হতে বন্দী নির্বোধের বিচারে

সে জানে না নিঃস্ব সে, তাই অন্যের মাঝে বেঁচে থাকে!

Credits:

Voice: Tahsan

Words: Tahsan

Guitars: Jahan

Mixing Magic: Nixon

Recording Tricks: Masud & Nixon

Labor Room: Art of Noise

♫ বৃত্তালপনা Brittalpona, Lyrics of Tahsan – [Track-10] Album: কথোপকথন

জীবনের আলাপন, কত যে মায়া

শত মানুষের ভিড়ে তোমায় পাওয়া

বলেছিলাম ভালোবাসা চাই

ভালোবাসিনা আমি তোমাকে.. বলেছিলাম।

ভালোবাসিনা আমি তোমাকে.. কখনো না !

ভালোবাসিনা আমি তোমাকে.. স্বপ্ন দেখে যাও

ভালোবাসিনা আমি তোমাকে.. একদমই না,

তুমি আমার কে?

ভালোবাসোনা তুমি আমাকে, কেন?

ভালোবাসোনা তুমি আমাকে.. হয়তো একটু!

ভালোবেসোনা তুমি আমাকে, আর কখনো চাইনা

ভালোবেসোনা তুমি আমাকে, একদমই না,

আমি তোমার কে?

আজ তুমি বড়ই আমার আপন

আমার পৃথিবী আজ তোমার হাতে

তোমার চোখের ভাষায় বুঝে নেব

ভালোবাসি শুধু তোমাকে আমি,

ভালোবাসি শুধু তোমাকে, তবু কখনো বলবো না !

ভালোবাসি শুধু তোমাকে, শুধু যে তোমায়

ভালোবাসি শুধু তোমাকে,

কখনো বুঝবে না আমি তোমার যে !

Credits:

Voice: Tahsan & Mithila

Words: Tahsan

Sitar: Jahan

Mixing Magic: Masud

Recording Tricks: Masud & Nixon

Labor Room: Art of Noise