Lyrics of Tahsan – Album: ইচ্ছে [2006]

Album Credits:

All songs are composed and arranged by Tahsan Rahman Khan

All songs are Mixed and Mastered by Zooel in his studio ‘Studio Auchin’

Photographs: Khaleed & Kabir

Design: PlanB

Voice: Mithila in tracks- 3,4,5,10

Lyrics:

Tracks- 1,5,8,9,11: Tahsan

Tracks- 3,4,7,10: Mithila

Track- 2:Ariyan

Track- 6:Tahsan & Mithila

আলো Alo, Lyrics of Tahsan – ♫♫Album: ইচ্ছে [Track-1]

তুমি আর তো কারো নও শুধু আমার

যতো দূরে সরে যাও র’বে আমার

স্তব্ধ সময়টাকে ধরে রেখে

স্মৃতির পাতায় শুধু তুমি আমার

কেন আজ এতো একা আমি?

আলো হয়ে দূরে তুমি

আলো আলো আমি কখনো খুঁজে পাবো না

চাঁদের আলো তুমি কখনো আমার হবে না

রোমন্থন করি ফেলে আসা দৃশ্যপট – স্বপ্নে আঁকা

লুকিয়ে তুমি কোন সুদূরে

হয়তো ভবিষ্যতের আড়ালে

ঘাসের চাদরে শুয়ে একা

আকাশের পানে চেয়ে জেগে থাকা

তবে আজ এতো একা কেন?

আলো হয়ে দূরে তুমি

আলো আলো আমি কখনো খুঁজে পাবো না

চাঁদের আলো তুমি কখনো আমার হবে না .. হবে না .. হবে না

Words: Tahsan

বৃষ্টিতে  Brishtite, Lyrics of Tahsan – ♫♫Album: ইচ্ছে  [Track-2]

 

বৃষ্টিতে ভিজে ভিজে তুমি আমি হেঁটে

পাড় বাঁধানো এ নদীর তীরে

পারুলের ছায়া ছুঁয়ে বৃষ্টির জল নামে টুপটাপ করে

তোমার উন্মুক্ত কাঁধে মাথা…

গোলাপী জামদানী ভিজে একাকার

সবকিছু মুছে গেলেও এ মুহূর্তটা রঙিন

দেহের বাইরে প্রেম আমার সত্য আত্মা কঠিন

তোমার মোমের মত শরীর ছুঁয়ে

শুভ্র কামিনী ফুল ফুটে থাকে

বন্ধুত্বের হৃদয় নিয়ে ভেজা বটের শাখাগুলো

সবুজ ঘাসের পাশে আসে নুয়ে

Words: Ariyan

দূরত্ব Durutto, Lyrics of Tahsan – ♫♫Album: ইচ্ছে  [Track-3]

দূরত্ব আর কতটুকু বাকি জীবনের গতিপথে

সত্য আজও করছে ভ্রমণ আপন কক্ষপথে

সূতো নাড়ী ছিঁড়ে চলেছি আবার আপন অজানায়

মিলবে কোথা সত্য নাগাল ? কোন সীমানায় ?

তুচ্ছ কায়া ক্ষুদ্র সে প্রাণ; তবু আছে আমিত্য

গর্ব কি আর খর্ব করে আপন শ্রেষ্ঠত্ব ?

Words: Mithila

পাগলাঘুড়ি Paglaghuri, Lyrics of Tahsan – ♫♫Album: ইচ্ছে [Track-4]

রোদের সাথে লুকোচুরি…

পাগলাঘুড়ি হাওয়ায় উড়ি ….

এমনি নাকি হয় শুনেছি ভালোবাসলে পরে

 তোমার হাসিতে সুখ খুঁজে পাই…

 তোমার মাঝে হারাই…

 এমনি ভাবে আজ বুঝেছি

 ভালোবাসি ….তোমায়…

 অবাক আমি চোখ বুঁজি

 মেঘের ফাঁকে…  স্বর্গ খুঁজি

 এমনি করে আজ মেতেছি…

 ভালোবাসার তরে

 তোমার হাসিতে সুখ খুঁজে পাই

 তোমার মাঝে হারাই…

 এমনি ভাবে আজ বুঝেছ…

 ভালোবাসি…. তোমায়…!!!

Words: Mithila

অনুভূতি Anuvuti, Lyrics of Tahsan – ♫♫Album: ইচ্ছে  [Track-5]

অনুভূতিগুলোকে ভাষায় ফেলতে চাই

যেন বুঝতে পারো আমায়

দুর্বোধ্য হবার নেই যে সময়,

তবুও সব বিমূর্ত হয়ে যায়

বুঝতে তুমি চাও নি এ হৃদয় আমার

একাকী অস্থিরতায়

হয়তোবা ভুলগুলো আমার ছিল

লুকোনো অনুভূতির ভাষায়

বর্ণ খুঁজি আমি বর্ণ খুঁজি

খুঁজতে চাই তোমায় এই কুয়াশায়

আগলে রাখা বর্ণগুলো তোমার

ঘন কুয়াশায় মিলিয়ে যায় ।

Words: Tahsan

দূরে Dure, Lyrics of Tahsan – ♫♫Album:ইচ্ছে  [Track-6]

অন্যপথে চলেছি আজ, ভুলেছি নিজের দিশা

পেছনে ফিরে তাকাই যখন… সব অচেনা

আজ আমি অনেকদূরে… ঠিকানাবিহীন

আপন ঘরে আমি যাযাবর

আজও পৃথিবী রঙিন

আপন মানুষগুলো আশেপাশে

আপন হারিয়ে গেছে । ..

আপন আজ দূরে।

Words: Mithila & Tahsan

হয়নি বলা Hoyni Bola, Lyrics of Tahsan – ♫♫Album: ইচ্ছে  [Track-7]

 

সূর্য যখন সোনার থালা

দিগন্তের কোলে ছড়ায় আলোর মালা

পথিমধ্যে পান্থশালা, একটু জিরোই আবার চলা

হঠাৎ আমি আত্মভোলা

পড়ছে মনে অনেকক্ষণ…

ভালোবাসি হয়নি বলা

রাত্রি এখন ভীষণ আঁধার

বোকা চাঁদটা লুকিয়ে আবার

তুই নেই তাই একলা থাকি

ছাদের কোণে শূন্যতাকে দেই যে ফাঁকি

এইতো আমি আত্মভোলা

পড়ছে মনে-

অনেকক্ষণ… ‘ভালোবাসি’ হয়নি বলা

Words: Mithila

ইচ্ছে  Icche, Lyrics of Tahsan – ♫♫Album: ইচ্ছে [Track-8]

ইচ্ছে করে লিখি একটা গান

যেন সব ইচ্ছেগুলো খুঁজে নেবে প্রাণ

উর্বর মস্তিষ্কের আলসেমি

নাকি শিশুতোষ হৃদয়ে চাড়া দেয় পাগলামি

ডানা মেলে ঐ দূর  আকাশে উড়ে বেড়াতে চাই

সূর্যাস্তের আলোতে শেষ একটাবার ঐ ঠোঁট ছুঁতে চাই

উত্তাল সমূদ্রের অতলে হারিয়ে মুক্তো কুড়োতে চাই

উত্তর মেরু কোণে বরফ ঘরে  বসে রবি ঠাকুর পড়তে চাই

রক্তাক্ষরে তোমার চিহ্ন বুকে খোদাই করতে চাই

ইচ্ছে করে লিখি একটা গান

যেন সব ইচ্ছেগুলো খুজে নেবে প্রাণ

গহীন অরণ্যে দুর্বার সাহস নিয়ে হিংস্রতার আস্বাদ চাই

মরুভূমির রোদে পুড়ে গিয়ে নীলনদে একা ভিজতে চাই

গুপ্তধনের খোঁজে নাবিক হয়ে মাস্তুলে বসতে চাই

সাতসমুদ্দুর তেরনদী পাড়ি দিয়ে আবার ঘরে ফিরতে চাই

হাতেগোনা ক’টা জীবনের অবতার হতে চাই

প্রতিটা ক্ষুধার্ত মানুষের অভিশাপ তুলতে চাই

কাছের মানুষগুলোকে ভালোবাসি, একবার করে বলতে চাই

ধর্মযুদ্ধের মানুষগুলোর মনে সম্প্রীতি দেখতে চাই

প্রতিটা সৃষ্টিকে সাথে নিয়ে স্বর্গে যেতে চাই

Words: Tahsan

যন্ত্রমানব  Jontro Manob, Lyrics of Tahsan – ♫♫Album: ইচ্ছে  [Track-9]

নিশ্চুপ নিরবতা, খোলা অতীতের পাতা

ঘুণে ধরা মলাটের পরতে পরতে ধুলোমাখা

আমার জমে থাকা কত কথা

কত মতাদর্শে অবুঝ সেজেছি

কত প্রলোভনের মায়া মুছেছি

সবটুকু ত্যাগ আমি মেনে নিতে পারি

বিশ্বাস মোর বিশালতায়

তবে কিসের খোঁজে নিশ্চুপ নিরবতা এলে

ফিরে যাই স্মৃতির পাতায়

যন্ত্রমানব হয়ে দিনের কর্ম শেষে

ফিরি যখন আঙিনায়

কিসের খোঁজে নিশ্চুপ নিরবতা এলে

ফিরে যাই স্মৃতির পাতায়

উর্বর সমতলে এখন আমার বিচরণ

অতীতের পাতায় কিছু শিখরের নিদর্শন

আমার না বলা কত কথা …

Words: Tahsan

নির্বাসিত  Nirbashito, Lyrics of Tahsan – ♫♫Album:ইচ্ছে  [Track- 10]

 

হারিয়ে গিয়েছ কোথায় কখন

একটুকু টেরও পাইনি

হারিয়ে যাওয়া প্রহরগুলো

তোমার কাছে চাইনি

কাছের তোমায় ঝাপসা দেখি

দূরের তুমি অদৃশ্য

আঁধার কালো মেঘের পাড়ে

নির্বাসিত আমি

ফিরে এসো, একটু ছুঁয়ে দেখি

ভালোবাসার নীল অনুভূতি

Words: Mithila

মুখোশ  Mukhush, Lyrics of Tahsan – ♫♫Album: ইচ্ছে  [Track-11]

 

মুখোশের আড়ালে লুকিয়ে কে?

কে তুমি ভয় কি তোমার ?

মুখোশের আড়ালে লুকিয়ে কে ?

অজানা কোন কারণে হতাশা তোমার?

মুখোশ খুলে এসো আলোতে

হতাশার আড়ালে হারিয়ে যেওনা

তুমি আশ্রয় খুঁজে নিও ঐ সুরের মাঝে

সজ্ঞানে জ্ঞান আহরণ গড় শক্ত আবরণ

করো না বৃথা কালোৎক্ষেপণ মুখোশের আড়ালে

Words: Tahsan